Naya Diganta
বিএফইউজে-ডিইউজের শোক

সাংবাদিক শওকত রেজা আর নেই

বিএফইউজে-ডিইউজের শোক

বাংলাদেশ খবরের সিনিয়র রিপোর্টার এস এম শওকত হোসেন (শওকত রেজা) আর নেই। গত বুধবার রাত ৯টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর মিরপুর মাজার রোডের বায়তুল আমান জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
শওকত রেজা ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কাউন্সিলর ছিলেন।
শোক : এস এম শওকত হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।