গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ মে ২০২৪, ২০:০১, আপডেট: ০৮ মে ২০২৪, ২১:১৪
গাজা শহরের আল-শিফা হাসপাতালের অভ্যন্তরে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে মেডিক্যাল প্রতিনিধি দল। সেখান থেকে ইতোমধ্যে ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
অফিস বলেছে, প্রতিনিধি দলের উদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় আরো লাশ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে মোট সাতটি গণকবর পাওয়া গেছে।
যোগাযোগমাধ্যম ট্রেলিগ্রামে তারা জানায়, ‘আমরা গণহত্যার অপরাধ এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাবাহিনীর ক্রমাগত হত্যাকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানাই।’
তারা লিখেছে, ‘আমরা এই গণকবর এবং এই নির্লজ্জ আগ্রাসনের জন্য মার্কিন প্রশাসন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দখলদারিত্বকে সম্পূর্ণরূপে দায়ী করি।’
সূত্র : আল জাজিরা