২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


হরিরামপুরে সাইদুর, সিংগাইরে সাইদুল নির্বাচিত

দেওয়ান মো: সাইদুর রহমান ও মো: সাইদুল ইসলাম - ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে দেওয়ান মো: সাইদুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সাদ্দাম হোসেন পেয়েছেন দোয়াত কলম প্রতীকে ২০ হাজর ১৬৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে মো: বিল্লাল হোসেন ১৯ হাজার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মোশারফ হোসেন চশমা প্রতীকে ১৫ হাজার ১৬৫ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার চায়না ফুটবল প্রতীকে ২৯ হাজার ৩৩২ পেয়ে নির্বাচিত হয়েছেন এব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা শিকদার হাঁস প্রতীকে ২ হাজার ৫০ ভোট পেয়েছেন। হরিরামপুরে শতকারা ৪৬ ভাগ ভোট পড়েছে।

সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে মো: সাইদুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৯৮৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী আবদুল মাজেদ খান আনারস প্রতীকে ৩৮ হাজার ২১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং অপর প্রার্থী আবদুল হাকিম, দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৪০০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো: রমিজ উদ্দিন তালা প্রতীকে ৪৫ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম মাইক প্রতীকে ৩০ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। তোফাজ্জল হোসেন টিউবওয়েল প্রতীকে ১৬ হাজার ২১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা খাতুন হাস প্রতীকে ৬৯ হাজার ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা খান লিপি কলসি প্রতীকে ২২ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। সিংগাইর উপজেলায় ভোট পড়েছে ৩০ দশমিক ২৯ ভাগ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সকল প্রার্থীই আওয়ামী লীগের পদধারী নেতা-নেত্রী। আওয়ামী নেতা-কর্মীরা হাজারো চেষ্টা করেও ভোটাদের ভোট কেন্দ্রে আনতে সক্ষম হননি।

জেলা বিএনপির নেতারা বলছেন অনেককেই ভয়-ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আনা হয়েছে। তা না হলে ভোটার উপস্থিতি আরো কম হতো। এ থেকেই বোঝা যাচ্ছে এ সরকারের পাতানো নির্বাচনকে দেশের অধিকাংশ মানুষ প্রত্যাখান করেছে।


আরো সংবাদ



premium cement