২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সব কিছুই অজানা : পাপন

-

করোনাভাইরাসের কারণে বন্ধ সব খেলা। কবে শেষ হবে এই দুঃসময় জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান। তবে তিনি আশাবাদী মে মাসের দিকে অবস্থার হয়তো উন্নতি হতে পারে বলে মনে করছেন নাজমুল হাসান পাপন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমরা জানি না কবে, কখন, কিভাবে এটি শেষ হবে। আমার মনে হয় এপ্রিলের পর মে মাসে হয়তো সুযোগ আসবে এটা নিয়ে কথা বলার। তার আগে খেলা নিয়ে কথা বলার কোনো সুযোগই দেখছি না। এটা শুধু আমি একা নই। সম্ভবত কেউ বলতে পারবেন না কবে নাগাদ বিলুপ্তি ঘটতে পারে এই মহামারীর।’ 

এপ্রিল মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে মে মাসে প্রিমিয়ার লিগ শুরুর কথা ভাববে বোর্ড, তবে হুট করেই লিগ শুরু না করে বেশ কিছু প্রস্তুতি নেয়ার কথা বলেন বোর্ড প্রধান, ‘এপ্রিলের পর যদি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। আমরা তখন ডিপিএলের কথা ভাবব যে এটা শেষ করা যায় কি না। সময় লাগার কারণ হচ্ছে, এ রকম একটা সঙ্কটের পর খেলা শুরু করতে হলে আলাদা কিছু প্রস্তুতি দরকার।’

এপ্রিলে পরিস্থিতি উন্নতি হলে মে মাসে ঘরোয়া ক্রিকেট না হয় শুরু করবে বিসিবি। কিন্তু আন্তর্জাতিক সূচির কী হবে? করোনাভাইরাসের হানায় বাংলাদেশের পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর এর আগেই স্থগিত হয়ে গেছে। জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও অনিশ্চয়তায়। এসব স্থগিত হয়ে যাওয়া সিরিজ কবে, কিভাবে খেলার ব্যবস্থা হবে তাও অজানা বিসিবির। শুধু পাপনই নন বিরূপ এই পরিস্থিতির কারণে গোটা বিশ্বের সব ক্রিকেট বোর্ডই আছে অন্ধকারে, ‘আন্তর্জাতিক সূচির কী হবে, সিরিজ যা স্থগিত হবে তার কী হবে এসব এখনো পরিষ্কার নয়। আমি আইসিসির অন্য সদস্যদের সাথে কথা বলেছি, তারা কেউই বুঝে উঠতে পারছেন না কবে এই স্থবিরতা শেষ হবে। কাজেই আন্তর্জাতিক সূচির ভাগ্য কী আমরা এখনো জানি না।’ যোগ করেন পাপন। 

যেকোনো পর্যায়েরই মাঠে খেলা ফেরানোর ক্ষেত্রে উপমহাদেশের বাকি দলগুলো কোন পথে হাঁটে তাতে নজর থাকবে বিসিবির। কারণ স্বাস্থ্যঝুঁকির বিষয় থাকায় কোনোভাবেই তাড়াহুড়ো করতে চান না তারা, ‘উপমহাদেশের অন্য দলগুলো কী পরিকল্পনা করছে তার ওপর নজর রাখছে। কিন্তু আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে তাড়াহুড়ো না করে সতর্ক থাকা।’

 


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’

সকল