০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


গরম ছাপিয়ে খেলায় মনোযোগ

-

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় ছিল বাংলাদেশ ও ভারতের মহিলাদের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। আগামী জুলাই মাসে মেয়েদের এশিয়া কাপ ও অক্টোবরে টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ফাঁকা সময়টা কাজে লাগাতে চেয়েছে দুই দেশ। ইতোমধ্যে সিলেটে অবস্থান করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি আগামীকাল মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমের সাথে লড়াই করে অনুশীলন করছে দুই দলের খেলোয়াড়রা। দুই বড় আসরকে সামনে রেখে প্রস্তুতিমূলক দ্বিপক্ষীয় সিরিজে গরম বা বিতর্ক নয়, নাহিদাদের মনোযোগ খেলায়।
প্রচণ্ড তাপদাহের চ্যালেঞ্জ সামলে খেলতে হবে মূল ম্যাচেও। সেভাবেই শারীরিক ও মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছেন টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেয়া উচিত নয়। তার পরও আমরা বলব, ঢাকার থেকে এখানে... আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’

প্রস্তুতি নিয়ে নাহিদার বক্তব্য, ‘এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ (গত পরশু ও গতকাল) আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ধবলধোলাই হলেও ভারত সিরিজের প্রস্তুতি ভালো হওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠের কন্ডিশনে নাহিদাদের অতীত স্মৃতিও মধুর। গত বছর শক্তিশালী ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে জমজমাট লড়াইয়ের পর ২-১ এ হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে দুই দলের তিন ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
তবে বাংলাদেশের মেয়েদের দারুণ পারফরম্যান্সের চেয়ে সেই সিরিজ আলোচিত ছিল ভারতের মেয়েদের সেজিং আর অসদাচরণের কারণে। তাই এবার দ্বিপক্ষীয় সিরিজের আগেও মাঠের বাইরের বিতর্কিত বিষয়টি আলোচনায় আসছে। নাহিদা অবশ্য মাঠের খেলায়ই মনোযোগ রাখার কথা বলেন, ‘আমরা ওটা চিন্তা করছি না। আমরা চিন্তা করি মাঠে কিভাবে ভালো ক্রিকেট খেলব, কিভাবে জয় পাবো।’


আরো সংবাদ



premium cement