০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


আবাহনী ও ফর্টিস জয়ী

রহমতগঞ্জ ১-২ ফর্টিস; শেখ রাসেল ০-১ ঢাকা আবাহনী
-


ঢাকা আবাহনী শিরোপা জিততে পারবে কি না তা যদি কিন্তুর উপর নির্ভরশীল। তবে চান্স আছে রানার্সআপ হওয়ার। আর সেই লক্ষ্যে এগিয়ে চলছে আকাশি-নীল শিবির। যদিও এক ম্যাচ বেশি খেলে এখনো মোহামেডানের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে তারা। এর পরও গতকাল শেখ রাসেলের বিপক্ষে ১-০ গোলের জয় রেখেছে রেসে। অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
গতকাল বসুন্ধরা কিংস এরিনাতে এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেড কষ্টার্জিত জয় পেয়েছে। ব্রাজিলিয়ান ব্রুনো রোচার গোলে তাদের এই হাসি। দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল আগের দেখায় শেখ রাসেলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ।
আবাহনী প্রথমার্ধে একবারই বলার মতো গোলের সুযোগ পেয়েছিল। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রুনোর রোচার বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে শেখ রাসেলকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মারমা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের প্রতিরোধ ভেঙে বক্সে বল পেয়েছিলেন শেখ রাসেলের সেকু সিল্লাহ; কিন্তু তার শট ছুটে এসে গোলরক্ষক শহিদুল আলম সোহেল আটকে দেন। এরপর সুমন রেজার ফিরতি শট যায় বার উঁচিয়ে।
৭৪ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হলেও ফিরতি শটে গোল এই ব্রাজিলিয়ান। গায়ের সাথে সেঁটে থাকলেও ডিফেন্ডার সাগর মিয়া পারেননি ক্রসবারে প্রতিহত হয়ে আসা বল ক্লিয়ার করতে। পোস্টের নিচে মিতুলও যেন কিছু বুঝে উঠতে পারেননি ঠিকঠাক।

শেষ সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুনি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিতুল।
দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। প্রথমার্ধের ২৬ মিনিটে রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।
১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান।
১২ ম্যাচে শেখ রাসেল ষষ্ঠ হারে আগের ১১ পয়েন্টে অষ্টম স্থানে অবস্থান করছে। ফর্টিস চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ পঞ্চম হারে আগের ১০ পয়েন্টে দশম স্থানে আছে।

 


আরো সংবাদ



premium cement