০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


সব কিছুই অজানা : পাপন

-

করোনাভাইরাসের কারণে বন্ধ সব খেলা। কবে শেষ হবে এই দুঃসময় জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান। তবে তিনি আশাবাদী মে মাসের দিকে অবস্থার হয়তো উন্নতি হতে পারে বলে মনে করছেন নাজমুল হাসান পাপন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমরা জানি না কবে, কখন, কিভাবে এটি শেষ হবে। আমার মনে হয় এপ্রিলের পর মে মাসে হয়তো সুযোগ আসবে এটা নিয়ে কথা বলার। তার আগে খেলা নিয়ে কথা বলার কোনো সুযোগই দেখছি না। এটা শুধু আমি একা নই। সম্ভবত কেউ বলতে পারবেন না কবে নাগাদ বিলুপ্তি ঘটতে পারে এই মহামারীর।’ 

এপ্রিল মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে মে মাসে প্রিমিয়ার লিগ শুরুর কথা ভাববে বোর্ড, তবে হুট করেই লিগ শুরু না করে বেশ কিছু প্রস্তুতি নেয়ার কথা বলেন বোর্ড প্রধান, ‘এপ্রিলের পর যদি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। আমরা তখন ডিপিএলের কথা ভাবব যে এটা শেষ করা যায় কি না। সময় লাগার কারণ হচ্ছে, এ রকম একটা সঙ্কটের পর খেলা শুরু করতে হলে আলাদা কিছু প্রস্তুতি দরকার।’

এপ্রিলে পরিস্থিতি উন্নতি হলে মে মাসে ঘরোয়া ক্রিকেট না হয় শুরু করবে বিসিবি। কিন্তু আন্তর্জাতিক সূচির কী হবে? করোনাভাইরাসের হানায় বাংলাদেশের পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর এর আগেই স্থগিত হয়ে গেছে। জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও অনিশ্চয়তায়। এসব স্থগিত হয়ে যাওয়া সিরিজ কবে, কিভাবে খেলার ব্যবস্থা হবে তাও অজানা বিসিবির। শুধু পাপনই নন বিরূপ এই পরিস্থিতির কারণে গোটা বিশ্বের সব ক্রিকেট বোর্ডই আছে অন্ধকারে, ‘আন্তর্জাতিক সূচির কী হবে, সিরিজ যা স্থগিত হবে তার কী হবে এসব এখনো পরিষ্কার নয়। আমি আইসিসির অন্য সদস্যদের সাথে কথা বলেছি, তারা কেউই বুঝে উঠতে পারছেন না কবে এই স্থবিরতা শেষ হবে। কাজেই আন্তর্জাতিক সূচির ভাগ্য কী আমরা এখনো জানি না।’ যোগ করেন পাপন। 

যেকোনো পর্যায়েরই মাঠে খেলা ফেরানোর ক্ষেত্রে উপমহাদেশের বাকি দলগুলো কোন পথে হাঁটে তাতে নজর থাকবে বিসিবির। কারণ স্বাস্থ্যঝুঁকির বিষয় থাকায় কোনোভাবেই তাড়াহুড়ো করতে চান না তারা, ‘উপমহাদেশের অন্য দলগুলো কী পরিকল্পনা করছে তার ওপর নজর রাখছে। কিন্তু আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে তাড়াহুড়ো না করে সতর্ক থাকা।’

 


আরো সংবাদ



premium cement
সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক

সকল