২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ

-

মোহাম্মদ রিজওয়ানের শটে মিড উইকেটে সহজ ক্যাচ; কিন্তু মোহাম্মদ মিঠুন পারলেন না হাতে জমাতে। ওই শটেই দুই রান নিয়ে জিতে গেল পাকিস্তান। ম্যাচের শেষটা বাংলাদেশের জন্য হয়ে রইল যেন প্রতীকী। ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ ক্ষেত্র তৈরি করেছে দারুণ কিছুর; কিন্তু বারবার নিজেরাই ফসকে ফেলেছে সুযোগ। পাকিস্তান সিরিজ শুরু করেছে জয়ে। তবে আজ দ্বিতীয় টি-২০-তে ঠিকই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সমতায় ফিরতে চান।
আরো ১০-১৫ রানের আফসোসটা শেষ পর্যন্ত থেকেই গেল মাহমুদুল্লাহর। বোলাররা তাদের কাজটা ঠিকমতো করতে পারলেও ব্যর্থ উইলোধারীরা। বললেন, ‘আরো ১০-১৫ রান করতে পারলে ফলাফল ভিন্নরকম হতে পারত। যেটি প্রকট হয়ে দেখা দিয়েছে ম্যাচ শেষে ১৯ ও ২০তম ওভারে। মনে হয়েছে কাক্সিক্ষত ওই রানটা দরকার ছিল। ফিল্ডিংও ভালো হয়নি। কিছু বাউন্ডারি বেশি দিয়েছি। তবে বোলিং ভালো হয়েছে বলতে হবে। স্পিনার আমিনুল ইসলামের সাথে পেসাররাও ভালো করেছে। উইকেট আমাকে কিছুটা বিস্মিত করেছে। বল পুরনো এবং নরম হয়ে যাওয়ায় শট খেলা বেশ কঠিন হয়ে যায়।’
টু-ইন-ওয়ান সাকিব আল হাসানকে মনে করতে ভুল করলেন না। পৃথিবী সেরা অলরাউন্ডার সাকিব থাকলেও হতে পারতো ভিন্ন আমেজ। স্পিন ও রানের অভাব অনুভব করেছেন মাহমুদুল্লাহ, ‘সাকিব থাকলে স্পিন সাইডটা আরো শক্তিশালি হতো যা ভালো ফলাফলে সাহায্য করত। আর রানের ক্ষেত্রে ওই কমতিটাও হয়তো থাকত না। সেটি নিয়ে বসে থাকলে হবে না। দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরতে বিশ্বাসী পুরো দল।’
পাকিস্তানের কোহলি খ্যাত বাবর আজম টানা ছয় ম্যাচ হারের পর প্রথম ম্যাচ জিতে আরো বেশি আত্মবিশ্বাসী। অধিনায়ক হিসেবে নামের পাশে কোনো রান যোগ না হলেও দলের জয়ে নতুন করে প্রেরণা খুঁজে পেয়েছেন। চোখ সিরিজ জয়ের দিকে তার, ‘টার্গেট ছিল ১৫০ রানের নিচে বাংলাদেশকে আটকে দেয়া। এমনটাই কথা হয়েছিল টিম মিটিংয়ে। বোলাররা সেটি পালন করতে পেরেছে এ জন্য সবাইকে ধন্যবাদ। ব্যাটসম্যানরা সেরাটা দিয়েই জয় নিজেদের করে নিয়েছে। আগামীকালও (আজ) একই ফলাফলের দিকে চোখ থাকবে আমাদের।’
মন্থর পিচে শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল পাকিস্তান। এ চাপটা বাধা হতে দেননি ক’দিন আগে বিপিএল খেলে যাওয়া পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। ম্যাচ সেরার পুরস্কারও পাওয়া শোয়েব বলেন, ‘যখনি আমাদের প্রথম টার্গেট পূরণ হলো ১৫০ রানের কমে আটকে দেয়া। তারপর বিশ্বাস ছিল জেতা সম্ভব। তা ছাড়া বাংলাদেশের বোলার ব্যাটসম্যানদের জানা ছিল। সে সুযোগই কাজে লাগিয়েছি। তামিম-নাঈম উইকেটে সেট হয়েও বড় শটের জন্য ব্যাট চালাননি। উইকেট একটু মন্থর থাকায় পুরনো এবং নরম বলে খেলতে পারেননি মাহমুদুল্লাহ আফিফরা। আগামীকাল পরিকল্পনা ভিন্ন হতে পারে। তবে জয়ের বিকল্প ভাবছি না।’


আরো সংবাদ



premium cement
জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’

সকল