Naya Diganta

তুহীন বিশ্বাস

বাকযন্ত্রে হাওয়াই শৃঙ্খল-
আড়ি পেতে বসে আছে ভীতুর দল,
হাতকড়া ঝুলছে বোধের দরজায়।

তবুও বলছি-
‘এই বেশ ভালো আছি’।