Naya Diganta

সাড়া ফেলেছেন শাহেদ-তানহা

সাড়া ফেলেছেন শাহেদ-তানহা

মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমাপ ‘রাত জাগা ফুল’ আজ থেকে চতুর্থ সপ্তাহেও বেশ কয়েকটি সিনেমা হলে চলবে। সরকারি অনুদানে মীর সাব্বিরের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনায় ‘রাত জাগা ফুল’ সিনেমাটি এরই মধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নির্মাতা এবং অভিনেতা হিসেবে সাব্বির প্রতিনিয়তই ভূয়সী প্রশংসার মুখোমুখি হচ্ছেন। তবে এই সিনেমার গল্প যে দু’টি চরিত্রকে ঘিরে মূলত এগিয়ে গেছে তারা হলেন শাহেদ শাহারিয়ার ও তানিন তানহা। সিনেমাতে দু’জনের অভিষেক হয়েছে ‘রাত জাগা ফুল’ দিয়ে। নতুন হিসেবে দু’জনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। যারাই সিনেমাটি দেখছেন জাত অভিনয়শিল্পী যারা অভিনয় করেছেন তাদের পাশাপাশি এই দুই নবীনেরও অভিনয়ের ও দারুণ প্রশংসা করছেন। শাহেদ শাহারিয়ার মিলন চরিত্রে এবং তানিন তানহা ফুলি চরিত্রে অভিনয় করেছেন। তাদের দু’জন প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘দু’জনের অভিনয়ই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নির্মাতা হিসেবে তাদের দু’জনের অভিনয়ে আমি তৃপ্ত। তানিন তানহার চোখ কথা বলে। এটা অনেক বড় পজিটিভ বিষয়। শাহেদের ভেতর এক ধরনের সরলতা আছে। তাকে প্রপারলি গাইড করা গেলে সে অনেক বড় অভিনেতা হিসেবে দাঁড়াতে পারবে। ম্যানলি ব্যাপারটাও তানহার মাঝে আছে। তানিন তানহা ভালোলাগার মতোই একজন শিল্পী, অভিনেত্রী।