
পাইকগাছায় এক হাজার মণ ধান ভস্মীভূত
- ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৭

পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ আমিরপুরের বুলবুল অটো রাইস মিলে গভীর রাতে আগুন লেগে প্রায় এক হাজার মণ ধানসহ প্রায় সব কিছু ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, তিনি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এরপর ফায়ার সার্ভিস'কে খবর দিলে তারা এসেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় এক হাজার মণ ধান পুড়ে গেছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ঠিক কী কারণে আগুন লাগতে পারে তা এখনো জানা যায়নি।