Naya Diganta

রিজওয়ানের সাথে বুক মেলালেন কোহলি

রিজওয়ানের সাথে বুক মেলালেন কোহলি

লজ্জাজনক পরাজয়ের পরও জয়ী দলের খেলোয়াড়ের সাথে বুক মিলিয়ে প্রশংসায় ভাসছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রোববার বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের।

রোববার প্রথমবারের মতো ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে এর আগে ১২ ম্যাচে দুই দলের লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছে ভারত। ১৩তম দেখায় এসে জয় পেল পাকিস্তান।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২-এ রোববার ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দু’দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ভার্সনে ১০ উইকেটে ম্যাচের ফলাফল নিষ্পত্তির ঘটনা এবারই প্রথম ।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৬৮) ও উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (৭৮) দলকে ১০ উইকেটে জয় এনে দেন।

ম্যাচ শেষে খেলোয়াড়োচিত ভদ্রতা প্রদর্শন করেন বিরাট কোহলি।

পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পর বিরাট কোহলি কেবল অভিনন্দন জানিয়েই শেষ করেননি, তিনি এগিয়ে এসে রিজওয়ানের সাথে বুক মেলান।
সামাজিক মাধ্যমে ভারতীয় অধিনায়কের এই বদান্যতা বেশ প্রশংসিত হয়।
সূত্র : জি নিউজ