Naya Diganta

ফকির আলমগীর আজীবন গণমানুষের পক্ষে লড়াই করেছেন : জি এম কাদের

ফকির আলমগীর আজীবন গণমানুষের পক্ষে লড়াই করেছেন : জি এম কাদের

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শুক্রবার রাতে এক শোক বার্তায় মরহুম ফকির আলমগীরের রূহের মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ফকির আলমগীর আজীবন গণমানুষের পক্ষে লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলা গানে পপ ধারা সৃষ্টি করেছেন। কথা আর সুরে গণমানুষের অধিকারের কথা তুলে ধরতে তার তুলনা হয় না। গণমাধ্যম ও সাংবাদিকতার বিভাগের ছাত্র ফকির আলমগীর বেশ কিছু বইও লিখেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’ অথবা ‘নাম তার ছিল জন হেনরি’র মতো অসংখ্য জনপ্রিয় গানের মতোই ফকির আলমগীর বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।

ফকির আলমগীরের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।