০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ধামরাইয়ে ডাবরের সুরক্ষা কিট বিতরণ

-

করোনাভাইরাস সঙ্কটকালের শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকতে চেয়েছে খাদ্যপণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাবর। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির এবারের উদ্যোগ ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’।
এই উদ্যোগে ডাবরের পক্ষ থেকে ছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স মো: রাশেদ মোশারফ চৌধুরী, ফ্যাক্টরি ম্যানেজার মো: নূর হোসেন, ফ্যাক্টরি হিউম্যান রিসোর্স ম্যানেজার মো: আরিফ তসলিমসহ আরো কর্মকর্তাবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে ধামরাইতে অবস্থিত ডাবর ফ্যাক্টরি এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয় ৩০০ সুরক্ষা কিট। এই সুরক্ষা কিটে রয়েছে ফেসিয়াল মাস্ক, ডাবর হানি ও ডাবর স্যানিটাইজার।
ডাবর টিমের পক্ষ থেকে হেড অফ হিউম্যান রিসোর্স মো: রাশেদ মোশারফ বলেন, ভবিষ্যতেও একই ভাবে দেশের যেকোনো ক্রান্তিকাল পেরিয়ে যেতে বাংলাদেশের মানুষের পাশে থাকবে ডাবর। ১৩৫ বছরেরও বেশি সময়ের বিশ্বস্ততার ব্র্যান্ড হয়ে সকলের আস্থার জায়গা অর্জন করেছে এশিয়ান কনজ্যুমার কেয়ার প্রাইভেট লিমিটেড (ডাবর বাংলাদেশ)।


আরো সংবাদ



premium cement