১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিরিজ নিশ্চিতের মিশনে আজ বাংলাদেশ

-

দুই ম্যাচেই বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতে হয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে এগিয়ে থাকলেও দ্বিতীয়টিতে ২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে পুনরায় খেলা শুরু না হলে ১৩৯ রানের টার্গেট পেয়েও পরাজয় বরণ করতে হতো বাংলাদেশকে। আজ সিরিজ জয়ের মিশনে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখেই চলতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২২টির মধ্যে ১৫তম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র সাতটিতে পরাজিত হয়েছে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-২০ সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। কিন্তু ঐ ইনিংস খেলার পথে তিনবার জীবন পান ওপেনার তানজিদ। তার মারমুখী ব্যাটিংয়ে ২৮ বল বাকি রেখেই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তানজিদসহ টপ অর্ডারের তিন ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তার পরও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। দুই ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হৃদয়।

দুই ম্যাচেই জিম্বাবুয়েকে বড় স্কোর করতে না দিয়ে, ব্যাটারদের রান তাড়ার কাজটা সহজ করে দেয়ার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ম্যাচেও বোলার-ব্যাটাররা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদী শান্ত। অধিনায়কের কথায়, ‘প্রথমত, বোলাররা সবাই খুব ভালো করেছে। কিন্তু আমি যেমন বলেছি, আমরা বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না এবং এটা ব্যাটারদের জন্যও সহজ নয়। এসব বিষয় মানিয়ে নিতে হবে এবং বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে হবে।’ তিনি আরো বলেন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়েও ভালো ক্রিকেট খেলেছে। আমার দৃষ্টিতে সত্যিই মিডল অর্ডারে তারা ভালো ব্যাটিং করেছে। বোলাররা আরেকটু ভালো করতে পারত। তবে আমাদের বোলিং নিয়ে আমি চিন্তিত নই। তৌহিদ হৃদয় ও লিটন দাস দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে চল্লিশের বেশি রান করেছে, এটা আমাদের জন্য সহায়ক হয়েছে। এরপর হৃদয় ও রিয়াদ ভাই ম্যাচটি শেষ করে এসেছে। পরবর্তী ম্যাচের জন্য অর্থাৎ তৃতীয় ম্যাচের জন্য ভালোভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
সিরিজ বাঁচিয়ে রাখতে আজ তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচে সফরকারী দলের ব্যাটাররা ব্যর্থ হয়ছে এবং পরপর উইকেট হারিয়েছে। প্রথম ম্যাচে পাঁচ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ছয় রানের ব্যবধানে হারিয়েছে তিন উইকেট। পিছনের ভুল-ত্রুটি শুধরে তৃতীয় টি-২০তে দল ভালো করবে আশা করছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
রাজা বলেন, ‘আমরা একই ভুল বারবার করছি। আমাদের এখনো অনেক কিছু শিখতে হবে, শেষ পর্যন্ত শিখবো- একজন কেবল এটাই আশা করতে পারে। তবে এই শেখারও একটা সুরাহা দরকার। বার বার ভুল করাটা নিজের এবং দলের জন্যই ক্ষতি। আশা করছি তৃতীয় ম্যাচে এর প্রয়োগ করবে পুরো দল।’


আরো সংবাদ



premium cement
কারাগারে বিএনপি নেতা ইশরাক সৌদি বাদশাহ আবারো অসুস্থ ভোটে কেন লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে আগামীকাল বঙ্গোপসাগর এলাকায় শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের গোপনে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিলো স্পেন বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার

সকল