২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চুক্তি বাতিল করলেন সাকিব

-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল দুপুরের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘বেটউইনারের সাথে চুক্তির বিষয়ে বিসিবি যে চিঠি সাকিবকে দিয়েছিল, তার জবাব দেয়ার শেষ সময় আজ (গতকাল)।’ তা না হলে সাকিবকে বাদই দিতো বিসিবি। তবে সেই শঙ্কার অবসান। বেটিং কোম্পানি বেটউইনারের সাথে চুক্তি বাতিল করেছে সাকিব। গতকাল সন্ধ্যার আগেই বিসিবির কাছে পৌঁছেছে সাকিবের চিঠি। এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি চেয়েছিল, চিঠির জবাব সাকিব লিখিতভাবে জানাক, তিনি চুক্তি বাতিল করেছেন। এ নিয়েই গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন।
সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। সাকিবের চিঠির কথা নিশ্চিত করে মিডিয়াকে সভাপতি বলেন, হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সাথে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে। বিসিবি সূত্র জানায়, শুধু চুক্তি বাতিলই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট করেছেন, সেটাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেও জানান তিনি।
বেটিং কোম্পানির সাথে চুক্তি বাতিলের কথা জানালেও এ কাজ কেন করেছেন সাকিব, সে বিষয়ে ব্যাখ্যা জানতে চায় বিসিবি। এ জন্য সরাসরি সভাপতি কথা বলতে চান সাকিবের সাথে। এর পরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানান তিনি। পাপন বলেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেন, আজই (গতকাল) এশিয়া কাপের দল ঘোষণা করতে; আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আজ) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সাথে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। জানান, টেলিফোনে এত কথা বলা যায় না। আমি তাই সামনাসামনি বসে কথা বলার অপোয় আছি। এরপর যা সিদ্ধান্ত নেয়ার নেবো।
অর্থাৎ, সাকিবকে পাওয়া গেলেও এশিয়া কাপের দল পেতে আরো একটি দিন অপোয় থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।


আরো সংবাদ



premium cement
ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

সকল