১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি - ছবি : নয়া দিগন্ত

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মঞ্জিল’ প্রতিষ্ঠিত ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর উদ্যোগে শরবত বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হতে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম প্রচণ্ড তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়া মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি উপজেলা, চন্দনাইশ উপজেলা, পটিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলা, কর্ণফুলি উপজেলা, বোয়াখালী উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে গত দু’দিনে লাখের অধিক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়।

তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ কর্মসূচি চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement