২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ দল

-

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দু’টি ম্যাচই ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এক বার্তায় ক্যান্ডিতে টাইগারদের পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। এ দিকে কৌতূহল ২১ জনের প্রাথমিক দল থেকে ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার। অবশেষে অপেক্ষায় রেখেও দল ঘোষণা হয়নি গতকাল। আজ ক্যান্ডিতে অনুশীলনের পর হবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা।
খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আমরা ১৫-১৬ জনের দল চূড়ান্ত করে ফেলব। তবে যারা মূল স্কোয়াডে থাকবে না, তাদের দেশে ফেরত পাঠানো হবে না।’
অবশ্য চাইলেও ফেরত পাঠাতে পারবে না কারণ কলম্বো থেকে এখন দেশে ফেরার কোনো ফ্লাইট নেই। সব ফ্লাইট বন্ধ। পুরো টেস্ট সিরিজ শেষে অন্যরা মূল দলের সাথেই বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরতে হবে। প্রধান নির্বাচক বলেন, ‘দল চূড়ান্ত হওয়ার পরে যারা বাইরে থাকবে, তারা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে একসাথে থাকলেও দলের সাথে টেস্ট চলাকালীন মাঠে যেতে পারবে না। তাদের ড্রেসিংরুমেও প্রবেশাধিকারও থাকবে না। শুধু টেস্ট স্কোয়াডে যারা থাকবে, তারাই ড্রেসিং রুমে থাকবে।’
সুজন ও নান্নু আরো জানান, যারা টেস্ট দলের বাইরে থাকবে, তারা নেটে বোলিং করবেন। প্রচণ্ড গরমে নেটে বোলিংয়ের জন্য বাড়তি বোলার প্রয়োজন, তাই মূল দলের বাইরে থাকারা নেট বোলারের ভূমিকায় থাকবেন।
লিটন দাসকেই ভাবা হচ্ছে সম্ভাব্য উইকেটকিপার। তবে রিজার্ভ কিপার হিসেবে মূল স্কোয়াডে নুরুল হাসান সোহানের থাকার সম্ভাবনা আছে। শুভাগত হোমও হয়তো স্পিনিং অলরাউন্ডারের কোটায় বিশেষ বিবেচনায় থাকবেন। সে ক্ষেত্রে অফ স্পিনার নাঈম হাসানের দলে থাকার সম্ভাবনা খুব কম। এ ছাড়া ব্যাক আপ পেসার হিসেবে যাওয়া দুই তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধ আর শহিদুল ইসলাম টেস্ট দলে থাকার কথা নয়। তাদের সাথে আরেক তরুণ শরিফুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ হয়তো থাকবেন না। তাহলে ২১ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাওয়া সম্ভাব্য পাঁচজন হলেনÑ সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল