২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টপ অর্ডারদের প্রশংসায় বাবর আজম

-

এই কৃতিত্ব আগে ছিল অস্ট্রেলিয়ার। এবার তার করে দেখাল পাকিস্তান। আর তা হলো দক্ষিণ আফ্রিকার মাটি থেকে দু’বার ওয়ানডে সিরিজ জয় করে আনা। গতপরশু তৃতীয় ও শেষ ওয়ানডেকে স্বাগতিকদের ২৮ রানে হারিয়ে এই অর্জন বাবর আজম বাহিনীর। পাকিস্তানের ৭ উইকেটে করা ৩২০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় ২৯২ রানে। তখনো তিন বল বাকি। এর আগে ২০১৩ সালে সিরিজ জিতেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ সাফল্যের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজম কৃতিত্ব দিলেন টপ অর্ডারের ব্যাটসম্যানদের। বিশেষ করে ইমামুল হক ও ফখর জামানের প্রশংসা তার মুখে। আসলে সিরিজে দুই সেঞ্চুরি করেছেন ফখর জামান।
তার মতে, ‘পুরো সিরিজে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে বিশেষভাবে উল্লেখ করছি ইমামুল হক ও ফখর জামানের নাম।’ উল্লেখ্য, ফখর জামানকে এখন টি-২০ সিরিজেও দলে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement