২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৩০ জেলায় রাগবি

-

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যতগুলো ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে তন্মধ্যে কার্যক্রমের দিক থেকে সবচেয়ে সফল বাংলাদেশ রাগবি ফেডারেশন। বছরজুড়েই তাদের কোন না কোনো কার্যক্রম থাকেই। আগামী ডিসেম্বরে ৩০ জেলায় আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘স্পন্সর এবং নিজেদের ফান্ড থেকে ৩০ জেলায় টুর্নামেন্ট করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অপেক্ষা শুধু সরকারের লিখিত অনুমোদনের।’
তিনি আরো বলেন, ‘করোনার মধ্যেও আমাদের কার্যক্রম থেমে ছিল না। করোনাকাপ রাগবি, ড্রপ ও প্লেসিং কিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিজিক্যাল ফিটনেস, হ্যাকা, কুইজ, রাগবির ছবি আঁকা, ত্রাণ সহায়তাসহ মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছি।’
চলতি মাসের শেষের দিকে ৩০ জেলার প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কোর্স করবে রাগবি ফেডারেশন। মৌসুম আলী বলেন, ‘২৭-২৯ অক্টোবর তিন দিনব্যাপী ৩০ জেলার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়া হবে। তাদের থাকা-খাওয়া জার্সি ফেডাশেন বহন করবে।’

 


আরো সংবাদ



premium cement