২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘সেরাদের কাতারে রাখতে হবে বাবরকেও’

-

গতকাল ম্যানচেস্টারে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান বাবর আজম ও শান মাসুদ। বাবরের ওই ৬৯ রানেই মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
বাবরের ইনিংস নিয়ে হুসেইন বলেন, ‘বাবর যে ইনিংসটা খেলেছে, তা যদি কোহলি খেলত, তবে ক্রিকেট বিশ্বে কোহলির প্রশংসায় মেতে উঠত সবাই। বাবরের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা। কোহলির প্রশংসা করতে সময়ক্ষেপণ করে না কেউই।’ বর্তমান ক্রিকেটে বিশ্বের সেরা চার ব্যাটসম্যান ভাবা হয়, ভারতের কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। তাদেরকে বলা হয় ফ্যাব ফোর। কিন্তু হুসেইন মনে করেন, বিশ্ব ক্রিকেটে এখন ফ্যাব ফাইভ আছে। অন্য জন হলেন পাকিস্তানের বাবর।
হুসেইন বলেন, ‘সবাই বলে ফ্যাব ফোরের কথা। কিন্তু তাদের সাথে মোটেও একমত নই। আমার মতে এখন বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফাইভ আছে। কোহলি-উইলিয়ামসন-স্মিথ-রুটের সাথে বাবরও আছে।’


আরো সংবাদ



premium cement