২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আর্চার ভীতি : সাহস দিলেন শোয়েব

-

গত বিশ্বকাপের আগ মূর্হুতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। বিশ্বকাপও খেলেছেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা রাখেন আর্চার। এরপর টেস্ট ক্রিকেটেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ক্যারিবীয় বংশোদ্ভুত এই ডানহাতি পেসার। তাই আর্চারের বোলিং নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খানের। ইউনিস মনে করছেন আর্চারকে খেলতে সমস্যায় পড়বে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইন। তার দৃষ্টিতে আর্চারই হতে পারেন ইংল্যান্ড সফরে পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ।
তবে ইউনিস খানের সাথে একমত হতে পারছেন না পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ইউনিস খানের মন্তব্যটা এমন, আর্চারকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর্চারকে ডিফেন্সিভ খেলতে হবে। কিন্তু আমি মনে করি না, আর্চারকে নিয়ে খুব বেশি সর্তক থাকতে হবে। হ্যাঁ, আমি মানছি, সে দারুণ বোলার এবং শরীর বরাবর বোলিং করে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এরপর টেস্টেও নিজেকে প্রমাণ করেছে। ভবিষ্যতে অনেক বড় বড় সাফল্য পাবে সে।’
শোয়েব বলেন, ‘ইংল্যান্ড সফরে আমাদের পেসাররা সবসময়ই ভালো করে। এবারের পেস অ্যাটাক প্রতিভাবান। তারাও ভালো করতে পারবে। তবে ব্যাটসম্যানদের আরো ভালো খেলতে হবে। বড় ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যানরা ভালো করলে, আমরা সাফল্য পাবো।’

 


আরো সংবাদ



premium cement