২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বেতন কাটবে জার্মান ক্লাবগুলো

-

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ায় ক্লাবগুলো যে ক্ষতির মুখোমুখি হয়েছে তা পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতনের ২০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন মিউনিখসহ জার্মান বুন্দেসলিগার শীর্ষ ক্লাবগুলো। ক্লাব অফিসিয়াল ও খেলোয়াড়দের মধ্যে যৌথ আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে বুন্দেসলিগা বন্ধ রয়েছে।
ইউরোপের অন্যান্য শীর্ষ ক্লাবগুলোর মতোই জার্মান লিগও সম্প্রচার, পৃষ্ঠপোষক ও টিকিট বিক্রি থেকে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২ এপ্রিল পর্যন্ত লিগ বন্ধ থাকার ঘোষণা হলেও এটা আরো পেছাতে পারে বলে শঙ্কা রয়েছে। গত বছর বায়ার্ন খেলোয়াড়দের বেতনসহ অন্যান্য খাতে প্রায় ৩৩৬ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল যা ক্লাবের আয়ের প্রায় অর্ধেক। প্রথম ক্লাব হিসেবে খেলোয়াড়দের বেতন কাটার প্রস্তাব দিয়েছিল বরুসিয়া মোয়েচেনগ্ল্যাবাখ। এর পরপরই ওয়ার্ডার ব্রেমেন, শালকে জিরো ফোর, বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার লিভারকুসেনও এই প্রস্তাবে রাজি হয়।


আরো সংবাদ



premium cement