০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


জাতিসঙ্ঘ মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের ভ্যাকসিন কার্যক্রম শুরু

-

কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবনের পর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় সেনা সদস্যদেরকেও ভ্যাকসিন প্রদান করা শুরু হয় এবং বিভিন্ন দেশে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের বিষয়ে জাতিসঙ্ঘ সদর দফতরের সাথে যোগাযোগ করা হয়। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসঙ্ঘ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদানের গুরুত্ব এবং জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে মিশন এলাকায় বাংলাদেশ শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের জন্য অনুরোধ করেন। একই সাথে দেশ থেকে নতুন শান্তিরক্ষী মোতায়েনের আগে সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদান করে মোতায়েন করা হবে আশ্বাস মর্মে প্রদান করেন। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মার্চ ২০২১ থেকে ডিআর কঙ্গোতে নিয়োজিত কন্টিজেন্টগুলোর প্রতিস্থাপনকালে সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদান করে মিশন এলাকায় মোতায়েন করে আসছে। অতি সম্প্রতি মিশন এলাকাতেও জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে বাংলাদেশী শান্তিরক্ষীদের বাংলাদেশে ব্যবহৃত অনুরূপ ভ্যাকসিন (অ্যাস্ট্রাজেনেকা) প্রদান করা শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে জাতিসঙ্ঘের অধীনে আটটি মিশনে পাঁচ হাজার ৩০৮ জন সেনাসদস্যসহ সর্বমোট ৬৮৮৫ বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। আইএসপিআর।

 


আরো সংবাদ



premium cement