০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রাজধানীতে শরবতবিক্রেতাকে শ্বাসরোধে হত্যা

স্ত্রী-সন্তানসহ গ্রেফতার ৫
-

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রফিকুল রাজধানীর টিটিপাড়ায় শরবত বিক্রি করতেন। তিনি বাগেরহাট সদরের বেসরগাতি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্ত্রী-সন্তানসহ মুগদার উত্তর মানিকনগরের জয়নাল মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
মুগদা থানার এসআই রহিদুল ইসলাম জানান, রফিকুল স্ত্রী বিথী আক্তার ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে মুগদার ওই বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গত বুধবার রাতে স্ত্রী বিথী তার বড় ছেলে রাব্বী এবং তার তিন বন্ধুকে বাসায় ডেকে নিয়ে এসে রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত ভেবে ছেলে রাব্বী ও তিন বন্ধুকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে বাইরে দাঁড়িয়ে থাকে। এসআই আরো জানান, পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রাত ১টার দিকে রফিকুলে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রফিকুলের স্ত্রী, ছেলে রাব্বী ও তিন বন্ধুকে আটক করা হয়েছে। মুগদা থানার ওসি এনামুল হক বলেন, মুগদার ওই বাসার মেঝেতে রফিকুলের লাশ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের খালাতো ভাই মোস্তাক আহমেদ ফকির বাদি হয়ে মামলা করেছেন। মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়ছে। নিহত রফিকুলের খালাতো ভাই মোস্তাক আহমেদ জানান, রফিকুল শরবত বিক্রি করার আগে কসাইয়ের কাজ করতেন। বড় ছেলে রাব্বী দুই তিন বছর আগে থেকে একটি হত্যা মামলার আসামি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ১০টির মতো এয়ারবাস কিনতে চায় : বিমানমন্ত্রী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ হজযাত্রীদের জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নিষিদ্ধ : সৌদি মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া জামায়াত আমিরসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, আটক ৩ সরিষাবাড়ী উপজেলার পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত তৃতীয় টি-২০-তে ৯ রানে জিতে সিরিজ বাংলাদেশের নির্বাচনে কে প্রার্থী হয়েছেন এটি আমাদের বিবেচনার বিষয় নয় : নীলফামারীর এসপি `দ্বীন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে'

সকল