০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মেসি রোনালদোকে হ্যারিকেনের চ্যালেঞ্জ

-

১৯৯০ সালে শেষবার বিশ্বকাপের আসরে দর্শকরা ইংলিশ কোনো খেলোয়াড়ের কাছ থেকে জোড়া গোল দেখেছিলেন। গ্যারি লিনেকারের সেই কীর্তির ২৮ বছর পর ২০১৮ বিশ্বকাপে আবারো এক ম্যাচে দুই গোল করলেন ইংল্যান্ড দলনায়ক হ্যারি কেন। তাতেই পা মাটিতে পড়েছে না এই ফরোয়ার্ডের। রাশিয়ার মাঠে দুর্দান্ত এক শুরু পেয়ে যাওয়া টটেনহ্যাম ফরোয়ার্ড চ্যালেঞ্জই জানিয়ে বসলেন হালের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লায়নেল মেসিকে। বললেন, রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার সামর্থ্য রাখেন তিনি।
ইংলিশ দলপতির জোড়া গোলেই তিউনিসিয়ার বিপে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে একবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। রোনালদো হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করলেও গোল্ডেন বুটের সম্ভাব্য ভাগিদার আর্জেন্টাইন মেসি ও ব্রাজিলিয়ান নেইমার বিশ্বকাপ শুরু করেছেন গোল না পেয়েই। সেখানে কেনের দুই গোল একটু বাড়তি সম্ভাবনা। যে কারণে গোনায় ধরছেন না অন্য কাউকে। বলছেন তার লড়াইটা মেসি বা রোনালদোর সাথেই, ‘পুরো ক্যারিয়ারজুড়েই মানুষকে ভুল প্রমাণ করে নিজেকে সঠিক প্রমাণিত করেছি। রোনালদো এই বিশ্বকাপে সেরা ফর্মে আছে। মেসিও তেমন। তাদের সাথেই আমার লড়াইটা হবে। আপনি বিশ্বসেরা হতে চাইলে চোখটা সব সময় ওপরের দিকেই রাখতে হবে, নিচে নয়। ইউরো আসরটা আমার জন্য খুব বাজে গিয়েছিল। তাই বিশ্বকাপটা আমার জন্য চ্যালেঞ্জের। সে কারণেই জোড়া গোলে শুরু করা ছাড়া উপায় ছিল না।’
হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করা পর্তুগিজ অধিনায়ক রোনালদো ৪ গোল করে রয়েছেন সবার ওপরে, স্বাগতিক রাশিয়ার মিডফিল্ডার চেরিশেভও করেছেন তিন গোল। দুই গোল পেয়েছেন যারা তারা সবাই কিন্তু এক ম্যাচেই পেয়েছেন জোড়া গোল। সে তালিকায় কেনের বাকি দুই সঙ্গী বেলজিয়ান রোমেলু লুকাকু আর স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। দেখা যাক কেনের চ্যালেঞ্জ কোথায় গিয়ে ঠেকে।

 


আরো সংবাদ



premium cement