১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মোহামেডানের বাধা আজ পুলিশ

-

টানা দুই ড্রতে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেস থেকে দূরে সরে গেছে মোহামেডান। অবশ্য এর পরও সে ক্ষীণ সম্ভাবনা আছে এ জন্য পরের ম্যাচে তাদের জিততে হবে। সে খেলায় প্রতিপক্ষ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। লিগে তাদের মিশনটা কঠিন হলেও ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তারা মাত্র দুই কদম দূরে। এর প্রথম ধাপে আজ তাদের জিততে হবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ৩টায় এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের প্রথম এই সেমিফাইনাল। ১৪ এপ্রিল অপর সেমিতে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। ২১ মে ফাইনাল।
গত সিজনে ঢাকা আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশন কাপ জয় সাদাকালোদের। যা দর্শক প্রিয় দলটির দীর্ঘ দিনের শিরোপার বন্ধ্যত্ব ঘোচায়। সেই ধারাতেই এবার লিগে ছুটে চলছিল তারা। এরই মধ্যে হারের তেতো স্বাদ দেয় বসুন্ধরা কিংসকে। তবে লিগ ম্যাচে সর্বশেষ দুই খেলায় পয়েন্ট হারানো। এর প্রথমটি বাংলাদেশ পুলিশের সাথে। পরের ম্যাচের প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আবাহনী। তাই আজ কোনোভাবেই পুলিশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই আলফাজ আহমেদ বাহিনীর।
ফেডারেশন কাপে এখন পর্যন্ত ফাইনালে খেলতে পারেনি পুলিশ। তাদের সেরা অর্জন সেমিতে খেলা। এবার দ্বিতীয়বারের মতো শেষ চারের ম্যাচে। তাদেরও সুযোগ মোহামেডান বাধা ডিঙ্গিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয়া। পুলিশ দলের ম্যানেজার আবু তাহের জানান, ‘লিগের প্রথম পর্বে আমরা একটু খাপার করলেও ফিরতি পরে কোনো ম্যাচেই হারিনি। তা ছাড়া মোহামেডান লিগের পরপর দুই ম্যাচে ড্র করে খানিকটা চাপে আছে। আমরা সেই সুযোগই নেবো।’
অন্য দিকে মোহামেডানের কোচ আলফাজ আহমেদও প্রবলভাবে আত্মবিশ্বাসী আজ জয়ের ব্যাপারে। জানান, ‘আমরা সর্বশেষ লিগের ম্যাচে ড্র করেছিলাম সোলেমান দিয়াবাতে না থাকায়। মালির এই স্ট্রাইকার এখন দলে আছে। আজ খেলবেও। সুতরাং এই ডু অর ডাই ম্যাচে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

 


আরো সংবাদ



premium cement