০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দিরাইয়ে যুবলীগ নেতার মামলায় সাংবাদিক লিটন গ্রেফতার

সাংবাদিক জিয়াউর রহমান লিটন - ছবি : নয়া দিগন্ত

জলমহাল নিয়ে বিরোধের মামলায় সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে পাঁচ টায় দিরাই পৌরশহরের চন্ডিপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিরাইয়ের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ভাতিজা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মিয়া ১১ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দিরাই থানায় মামলা করেন। শুক্রবার দুপুর ১২টায় সাংবাদিক লিটনকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আকরাম হোসেন বলেন, জলমহাল নিয়ে বিরোধ সংক্রান্ত মামলায় সাংবাদিক জিয়াউর রহমান লিটনকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।


আরো সংবাদ



premium cement