১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয়

- ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে ত্রু‌টির কারণে সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শ‌নিবার রাত পৌনে ৮টার দিকে এ বিপর্যয় দেখা দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির।

বিউবো সূত্রে জানা গেছে, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় বিউবো ও পল্লী বিদ‌্যুতের গ্রাহকেরা ভোগা‌ন্তিতে পড়েন। শনিবার রাত পৌনে ৮টার দিকে বিভাগের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপু‌রি স্বাভা‌বিক হতে আরো সময় লাগতে পারে বলে জা‌নিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement