২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সৌদিতে শিরোপা ছোঁয়া হলো না রোনালদোর

-

সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৯তম ম্যাচে এসে পয়েন্ট টেবিলের ১০ নম্বর দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপার আশা শেষ হয়ে গেছে আল নাসরের। দিনের অন্য ম্যাচে গত পরশু আল ইত্তিহাদ ৩-০ গোলে হারিয়েছে আল-ফায়হা এফসিকে। আল নাসরের পয়েন্ট ৬৪। শেষ ম্যাচে রোনালদোর দল জিতলেও পয়েন্ট দাঁড়াবে ৬৭। ইত্তিহাদের বর্তমান পয়েন্ট ৬৯। এতে এক ম্যাচ হাতে রেখে প্রো লিগের শিরোপা নিশ্চিত করল দলটি।
শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না রোনালদোদের। কারণ তিন পয়েন্ট এগিয়েছিল আল ইত্তিহাদ। এ দিন খেলতে নেমে আল ফায়েহার বিপক্ষে জয় পাওয়ায় পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি। অন্য দিকে আল নাসর ড্র করায় ৫ পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে গেলো দুই দলের মধ্যে। পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রোনালদোর ক্লাব। ৫৬ মিনিটে লুইজ গুস্তাভোর গোলে সমতায় ফেরে তারা। কিন্তু এরপর আর কোনো গোলের দেখা পায়নি তারা। গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথে ম্যানইউ থেকে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর ১৬ ম্যাচে গোল করেছেন ১৪টি। প্রয়োজনের সময় জ্বলে না উঠতে পারায় শিরোপাও হারাতে হয়েছে রোনালদোকে।

 


আরো সংবাদ



premium cement