২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বেশি ম্যাচ পেয়ে চিন্তায় বিসিবি

-

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৩ সালের মে থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত সর্বোচ্চ ১৫০ আন্তর্জাতিক ম্যাচ রয়েছে টাইগারদের। যেখানে বাংলাদেশ দল ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে আর ৫৭টি টি-২০ খেলবে। ম্যাচ পাওয়ার দিক থেকে শীর্ষে থেকেও চিন্তায় বিসিবি। বেশি ম্যাচ পেয়ে ভাবনা বেড়েছে।
পরিকল্পনা করতে হবে এফটিপির সার্বিক দিক নিয়ে। ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হবে। বিশ্রাম দিয়ে খেলাতে হবে, পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে হবে, যেন হাতে অনেক বিকল্প ক্রিকেটার থাকে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দিচ্ছেন, ‘আমাদেরকে অবশ্যই খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে চিন্তা করতে হবে। সবকিছু বিবেচনা করে এগোতে হবে। ম্যাচ চাইলে বা পেলেই তো হবে না। এফটিপির বাইরেও কোনো বড় ইভেন্টের আগে কিছু দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়। সেগুলো খেলতে হবে। এই ম্যাচগুলো কিন্তু আইসিসি ও এসিসির ইভেন্টের বাইরে। আইসিসি এখন প্রতি বছর একটা টুর্নামেন্ট করছে। এসিসিও এক বছর বিরতি দিয়ে এশিয়া কাপ করছে। কতটুকু নিজেদের আয়ত্তে রেখে অংশ নেবো, সেটাই দেখার বিষয়। চাইলেও কিন্তু আমাদের ম্যাচ বাড়ানোটা ঠিক হবে না।’


আরো সংবাদ



premium cement