২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

উদ্বোধনী দিনে চার দলই আশাবাদী

-

২০১২ সালে প্রথমবারের মতো দেশে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটির। প্রতি আসরেই আসছে বিবর্তন ও চমক। তবে বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে অন্য সব কিছুর মতো এবারের বিপিএলেও নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ফলে আসরের আকার, আয়তন ও অবয়ব সবই ছোট হচ্ছে। আন্তর্জাতিক ব্যস্ততা ও ভ্রমণ জটিলতায় এবারের আসরে তারকা ক্রিকেটারের সংখ্যা এবার কিছুটা কম। তারপরও ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন আর মুজিবুর রহমানের মতো বড় তারকারা খেলবেন। এদের পাশাপাশি শন টেইট, স্টিভ রোডস, পল নিক্সনের মতো নামী ও হাই প্রোফাইল কোচরাও এসেছেন।
সবকিছু ছাপিয়ে উদ্বোধনী দিনেই চোখ দলগুলোর। আজ প্রথম দিনে চার দলের অধিনায়করাই জয় ও শিরোপার বিষয়ে আশাবাদী। মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই উদ্বোধনী ম্যাচে ভালো শুরু করতে চাই।’
সাকিব বিপিএলে ফাইনাল খেলেছেন চারবার, শিরোপা জিতেছেন দুইবার। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে চ্যাম্পিয়ন হন। আর ২০১৭ ও ২০১৯ সালে ঢাকার সাথে হন রানার্সআপ। দল হিসেবে খেলতে চান ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান, ‘কোনো চাপ নেই। যদিও আমরা জানি যে, ছয়টি দলের সবাই শক্তির দিক থেকে সমান। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি ইউনিট হিসেবে খেলতে চাই।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, বুদ্ধিমত্তার সাথে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে চাই, ‘আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল আছে এবং আমি আশা করি আমরা একটি কাক্সিক্ষত ফলাফল পাবো। একজন অধিনায়ক হিসেবে আমি একটি উদাহরণ তৈরি করতে চাই।’
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। সামনে থেকে নেতৃত্ব দেয়ার লক্ষ্য খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহীমের, ‘গত বছর, আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম; কিন্তু পারিনি। এ বছর অধরা ট্রফিটি পাবার চেষ্টা করব। টি-২০ ফরম্যাটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। এখানে কোয়ালিটি ক্রিকেট হয়, মানসম্পন্ন বিদেশী ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকেই। আর আমার নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement