২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দু’টি ‘মিস’ বদলে দেয় ম্যাচ : মাহমুদুল্লাহ

-

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭১ রান করে বাংলাদেশ। এ রান অনায়াসে পাড়ি দেয় লঙ্কানরা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, এ রানেই নির্ভর করা যেত। একজন বাড়তি স্পিনার খেলিয়েও সুফল পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষে এসব নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি, ১৭১ রানে নির্ভর করা যায়। নাঈম-লিটন দারুণ শুরু করেন। মুশফিক খেলেছেন বুদ্ধিদীপ্ত ইনিংস।’
রিয়াদ বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা ম্যাচে ছিলাম। এরপর আমাদের কিছু ভুলে দৃশ্য বদলে যায়। সামনের ম্যাচে আবার ঘুরে দাঁড়াব আমরা।’
শ্রীলঙ্কা খেলিয়েছে একজন বাড়তি পেসার। কিন্তু বাংলাদেশে তার উল্টো বাড়তি একজন স্পিনার খেলিয়েছেন। তাসকিনের বদলে নাসুমকে নেয়া হয় এ ম্যাচে। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আইপিএলে দেখেছিÑ অতিরিক্ত স্পিনার দিয়ে সুবিধা আদায় করতে। আমরা ভালো স্পিনার করেছি কিন্তু দু’টি ক্যাচ মিস সবকিছু বদলে দেয়। আমাদের ব্যাটিং ইউনিট এ ম্যাচে উন্নতি করেছে। পরবর্তী ম্যাচের দিকে এখন আমাদের লক্ষ্য।’


আরো সংবাদ



premium cement