২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাকিবের ভূমিকা পালন করা কঠিন : মোসাদ্দেক

-

জাতীয় দলে কয়েকবারই আসা-যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের। দল তাকে বিবেচনা করছে শুধু সীমিত ওভারের ক্রিকেটে তাই মনোযোগও ওখানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫৭। ৩ টেস্টে সুযোগ পেয়ে মোটামুটি পারফরম্যান্স করেছেন। তার পরও সুযোগ হচ্ছে না বাংলাদেশ টেস্ট দলে। এবার নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন সাকিবের অনুপস্থিতিতে। মোসাদ্দেকের দীর্ঘশ্বাসে মিশে থাকে আক্ষেপ, কথায় ফুটে ওঠে অভিমানের সুর। ‘দলে আসা-যাওয়া এসব নরমাল হয়ে গেছে। কোভিডের আগে মোটামুটি নিয়মিতই ছিলাম। তার আগে কিছু ইনজুরি সমস্যা ছিল। এরপর যোগ করেন সাকিব ভাইয়ের বিকল্প হয় না, তার অভাব পূরণ করার মতো নয়। উনার ভূমিকা পালন করা অনেক কঠিন কাজ। সুযোগ এলে চেষ্টা করব সর্বোচ্চটা দেয়ার।’
বলেন, ‘কিছু দিন আগে দুবাইয়ে টি-১০ খেলে এলাম। ভালোই করেছি। তার আগে বঙ্গবন্ধু টি-২০, প্রেসিডেন্ট’স কাপ খেলেছি। অনুশীলন করছি। আমি আত্মবিশ্বাসী।’
ওয়ানডেতে ক্যারিয়ারের প্রায় পুরোটাই ৭ নম্বরে খেলেছেন মোসাদ্দেক। কিছু ইনিংস আছে ছয়ে ও আটে। উপরের দিকে খেলার ইচ্ছা আছে, তবে ‘নিজেকে ওভাবেই মানিয়ে নিয়েছি। বুঝে গেছি, আমাকে এসব জায়গায়ই খেলতে হবে। ওপরে কেন সুযোগ পাচ্ছি না বা কবে পাবো, এসব ভাবলে আমারই ক্ষতি। জানান, দল সাতে খেলাচ্ছে, আমি এই পজিশন নিয়েই ভাবছি। ৭ নম্বরে সৌম্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ২০ জনের স্কোয়াড যাচ্ছে নিউজিল্যান্ডে, অনেক কিছু হতে পারে।
নিউজিল্যান্ডে ২০১৬-১৭ সফরে ক্রাইস্টচার্চে দারুণ একটা ফিফটি ছিল সৈকতের। আরা ভালো করতে চান তিনি, ‘আসলে উন্নতির তো শেষ নেই। সেখানকার উইকেটে বল অনেক বাউন্স করে। অনুশীলনে বাউন্স বল বেশি খেলার, ব্যাকফুটের বল বেশি খেলার চেষ্টা করছি। যদি শেষ দিকে ব্যাটিংয়ে নামতে হয়, ৪-৫ ওভার বাকি থাকলে মনে হয় আগের চেয়ে ভালো করব।’
বোলিং নিয়ে বলেন, ‘আমার শক্তি ও সীমাবদ্ধতা মাথায় রেখে পরিস্থিতি অনুযায়ী বল করার চেষ্টা করি। এবারো যদি সুযোগ হয় সে রকমই চেষ্টা করব। টানা ডট বল করতে পারলে ব্যাটসম্যান চাপে পড়বে। মাশরাফি ভাই যখন অধিনায়ক ছিলেন, আমাকে এটাই করতে বলতেন।’
২০১৯ সালের ভারত সফর থেকে ফিরে আর টেস্টে সুযোগ হয়নি। আক্ষেপ রয়েছে সৈকতের, ‘৩টি টেস্টে আমি যেভাবে খেলেছি এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে যে রেকর্ড, আশা করতেই পারি আরও কয়েকটা টেস্টে খেলার। টিম কম্বিনেশনের কারণে বা অন্য কারণে হয়নি। বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছি। এখন তো আর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নই, সহ্য করতে শিখেছি।’


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিচারকের আসনে জয় চৌধুরী হামাস ও ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আটক

সকল