২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আর্সেনালের দাপুটে জয়

-

রাতটা বিশেষই বটে আর্সেনালের জন্য। কারণ ২৭১ দিন পর এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল দর্শক। সংখ্যাটা খুব বেশি নয়। মাত্র ২ হাজার। তাতেই রাতটাকে ‘খুব বিশেষ রাত’ হিসেবে আখ্যায়িত করেছেন গানারদের কোচ মাইকেল আর্তেতা। এমন এক রাতে শিষ্যরাও নিরাশ করেনি তাকে। ইউরোপা লিগের ‘বি’ গ্রুপে র্যাপিড ভিয়েনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ-৩২ নিশ্চিত করা গানারদের সংগ্রহ ৫ ম্যাচে ১৫ পয়েন্ট। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের শক্তি-সামর্থ্যের তুলনায় লাস্ক তেমন কোনো বড় দল নয়। কিন্তু সেই অস্ট্রিয়ান ক্লাবটির বিপক্ষে হোঁচট খেয়েছে গ্যারেথ বেল-ডেলে আলিরা। বৃহস্পতিবার গ্রুপ পর্বে লাস্কের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে টটেনহ্যাম। ড্র করেও শেষ-৩২ নিশ্চিত করেছে স্পার্সরা। ‘জে’ গ্রুপে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সান সিরোতে এসি মিলান ৪-২ গোলে হারিয়েছে সেল্টিককে। রোমা ৩-১-এ পরাজিত করেছে ইয়ং বয়েসকে। আলকমারের সাথে ১-১ গোলে ড্র করেছে নাপোলি।


আরো সংবাদ



premium cement