২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কা সফর স্থগিত

-

আজ নয় কাল। এই করে করে দীর্ঘ এক মাস অপেক্ষার পর শ্রীলঙ্কা সফর স্থগিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ গত দুই সপ্তাহ কোয়ারেন্টিন নিয়ে চলতে থাকে তালবাহানা। শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্যনির্দেশিকা আসবে বলা হয়েছিল। গত রোববার বিসিবিকে সংশোধিত স্বাস্থ্যনির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি গতকাল নিজেদের মধ্যে আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতার পর শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে পাপন বলেন, ‘আমরা রোববার ওদের কাছ থেকে স্বাস্থ্যনির্দেশিকা পেয়েছি। আজ (গতকাল) আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না। নতুন করে সূচি করার জন্য বলে দিয়েছি।’
এসএলসি বিসিবির প্রায় সব দাবিগুলোই মেনে নিয়েছিল। একমাত্র কোয়ারেন্টিন প্রসঙ্গেই দুই বোর্ডের মতের মিল হয়নি। শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন পরিস্থিতি উন্নতি হলে তবেই সিরিজ নিয়ে আবার আলোচনা হবে। ‘ওরা যে নির্দেশিকাটি দিয়েছে সেটি মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। আমরা আমাদের চাহিদা ওদের পাঠিয়েছিলাম। ওরা একটা ছাড়া বাকি সবগুলোতেই রাজি হয়েছিল। ওই একটাই ছিল আসল। যেটা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন।’
শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নিয়ে পাপন বলেন, ‘ওদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো। ওই আইসোলেশনে ঘর থেকে বের হতে পারবে না। এভাবে ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকা সম্ভব নয়। থাকলে শারীরিক তো পরের ব্যপার, মানসিক যে পরিস্থিতি হবে সেটা থেকে ফিরতেই অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না।’
বিসিবি সভাপতি যোগ করেন ‘শুধু আমাদের জন্য না, ওই দেশে সবার জন্যই এমন হচ্ছে। কাজেই এই পয়েন্টে ওরা কিছুই করতে পারেনি। আর আমরা বলে দিয়েছি এই শর্তে খেলা সম্ভব না।’
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ১৯ জুলাই থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেন। অনিশ্চয়তা মাথায় নিয়েই ২০ সেপ্টেম্বর কোচদের অধীনে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এরপর এসএলসির কর্মকর্তা ডি সিলভা যখন জানিয়ে দিলেন কোয়ারেন্টিন মেনেই খেলতে হবে নয়তো সফর হবে না তখনই ক্রিকেটারদের তিন দিনের ছুটি দেয় বিসিবি। হোটেলে আইসোলেশনে থাকলেও এই মুহূর্তে ক্রিকেটাররা যার যার বাসায় চলে গেছেন।
সফর না হওয়ায় বিসিবি এখন ঘরোয়া ক্রিকেট শুরুর কথা চিন্তা করছে। পাপন বলেছেন, ‘ক্রিকেটাররা বিশ্রামের পরে তাদের বাকি ক্যাম্প শুরু করবেন। এরপর নিজেদের মধ্যে তিনটি ম্যাচ খেলবেন তারা। তার পরপরই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাচ্ছি। একটি হতে পারে পাঁচ-ছয়টা দল নিয়ে টি-২০ ক্রিকেট। অথবা জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট। এর বাইরে ঘরোয়া ক্রিকেটে লিগের খেলা শুরু করব। তবে সবকিছুর আগে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি চিন্তায় থাকবে।’
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী এক বার্তায় বলেন, তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। আশা করব তারা করোনা পরবর্তীতে এই সিরিজের জন্য দিনক্ষণ ঠিক করবে।’


আরো সংবাদ



premium cement
চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

সকল