০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


শ্রীলঙ্কা সফর স্থগিত

-

আজ নয় কাল। এই করে করে দীর্ঘ এক মাস অপেক্ষার পর শ্রীলঙ্কা সফর স্থগিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ গত দুই সপ্তাহ কোয়ারেন্টিন নিয়ে চলতে থাকে তালবাহানা। শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্যনির্দেশিকা আসবে বলা হয়েছিল। গত রোববার বিসিবিকে সংশোধিত স্বাস্থ্যনির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি গতকাল নিজেদের মধ্যে আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতার পর শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে পাপন বলেন, ‘আমরা রোববার ওদের কাছ থেকে স্বাস্থ্যনির্দেশিকা পেয়েছি। আজ (গতকাল) আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না। নতুন করে সূচি করার জন্য বলে দিয়েছি।’
এসএলসি বিসিবির প্রায় সব দাবিগুলোই মেনে নিয়েছিল। একমাত্র কোয়ারেন্টিন প্রসঙ্গেই দুই বোর্ডের মতের মিল হয়নি। শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন পরিস্থিতি উন্নতি হলে তবেই সিরিজ নিয়ে আবার আলোচনা হবে। ‘ওরা যে নির্দেশিকাটি দিয়েছে সেটি মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। আমরা আমাদের চাহিদা ওদের পাঠিয়েছিলাম। ওরা একটা ছাড়া বাকি সবগুলোতেই রাজি হয়েছিল। ওই একটাই ছিল আসল। যেটা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন।’
শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নিয়ে পাপন বলেন, ‘ওদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো। ওই আইসোলেশনে ঘর থেকে বের হতে পারবে না। এভাবে ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকা সম্ভব নয়। থাকলে শারীরিক তো পরের ব্যপার, মানসিক যে পরিস্থিতি হবে সেটা থেকে ফিরতেই অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না।’
বিসিবি সভাপতি যোগ করেন ‘শুধু আমাদের জন্য না, ওই দেশে সবার জন্যই এমন হচ্ছে। কাজেই এই পয়েন্টে ওরা কিছুই করতে পারেনি। আর আমরা বলে দিয়েছি এই শর্তে খেলা সম্ভব না।’
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ১৯ জুলাই থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেন। অনিশ্চয়তা মাথায় নিয়েই ২০ সেপ্টেম্বর কোচদের অধীনে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এরপর এসএলসির কর্মকর্তা ডি সিলভা যখন জানিয়ে দিলেন কোয়ারেন্টিন মেনেই খেলতে হবে নয়তো সফর হবে না তখনই ক্রিকেটারদের তিন দিনের ছুটি দেয় বিসিবি। হোটেলে আইসোলেশনে থাকলেও এই মুহূর্তে ক্রিকেটাররা যার যার বাসায় চলে গেছেন।
সফর না হওয়ায় বিসিবি এখন ঘরোয়া ক্রিকেট শুরুর কথা চিন্তা করছে। পাপন বলেছেন, ‘ক্রিকেটাররা বিশ্রামের পরে তাদের বাকি ক্যাম্প শুরু করবেন। এরপর নিজেদের মধ্যে তিনটি ম্যাচ খেলবেন তারা। তার পরপরই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাচ্ছি। একটি হতে পারে পাঁচ-ছয়টা দল নিয়ে টি-২০ ক্রিকেট। অথবা জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট। এর বাইরে ঘরোয়া ক্রিকেটে লিগের খেলা শুরু করব। তবে সবকিছুর আগে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি চিন্তায় থাকবে।’
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী এক বার্তায় বলেন, তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। আশা করব তারা করোনা পরবর্তীতে এই সিরিজের জন্য দিনক্ষণ ঠিক করবে।’


আরো সংবাদ



premium cement
গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা

সকল