২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খেলা হচ্ছে জেনে খুশি সৌম্য

-

জাতীয় দলের ২০ জন ও এইচপি দলের ২৪ জনসহ ৪৪ ক্রিকেটারের বহর যাবে শ্রীলঙ্কায়। কোচিং স্টাফসহ বহরটা হবে প্রায় ৬৫ জনের। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা-পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ আলোচনার পরে স্থগিত হওয়া সিরিজটি হওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। ২৩ সেপ্টেম্বর লঙ্কার উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা। স্বস্তির কথা জানিয়েছেন বাম হাতি ব্যাটসম্যান সৌম্য সরকারও। গতকাল সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ইংল্যান্ডের খেলা দেখলে খারাপ লাগত, মনে হতো আমরা কবে খেলব। গতকাল (বুধবার) জেনেছি, আমাদের খেলা শুরু হচ্ছে। এটি ভেবে ভালো লাগছে।’
শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম টেস্ট খেলার আগে এক মাস সেখানে থাকতে হবে। তিন টেস্টের সিরিজ খেলে দেশে ফিরতে আরো লাগবে ২৫ দিনের মতো। একটা সিরিজ বিবেচনায় টাইগারদের সফরটা নিঃসন্দেহে লম্বা। তবে সৌম্য মনে করেন, ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি চিন্তা করলে সিদ্ধান্তটা ঠিকই আছে। এ ছাড়া শ্রীলঙ্কায় গিয়ে যথেষ্ট প্রস্তুতিরও প্রয়োজন আছে।
তার কথায়, ‘আমাদের দলটা পরিবারের মতো। সবাইকে সবার নিরাপত্তার কথা চিন্তা করেই কোয়ারেন্টিনে থাকতে হবে। নিয়মগুলো মানতে হবে। কারণ যেকোনো একজনের মধ্যে (করোনা) চলে এলে বাকিদেরও সমস্যায় পড়তে হবে। আর শ্রীলঙ্কায় বেশি দিন অবস্থানকে টিমওয়ার্ক হিসেবেই ধরতে হবে।’
বাংলাদেশ দল আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে। ২৪ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে খেলবে সিরিজের প্রথম টেস্ট। সৌম্য চান যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছিলেন সেই ফর্ম ধরে রেখে শুরু করতে। মাঠে নামার আগে চান শতভাগ প্রস্তুত হতে।

 


আরো সংবাদ



premium cement