২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টপস্পিন শিখছেন তাইজুল

-

বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি একদা বলেছিলেন, বিদেশের মাটিতে সাফল্য পেতে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ভাণ্ডারে ‘টপস্পিন’ অস্ত্রটা দরকার। তাতে উদ্বুদ্ধ হয়ে টপস্পিন রপ্ত করতে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন তাইজুল। জানাতে ভুললেন না, গুরু কিউই লিজেন্ডারি বাঁহাতি স্পিনার ভেট্টোরির পরামর্শ অনুযায়ী নিজের বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনে অনুশীলন করছেন যাতে বিদেশের মাটিতে সফল হতে পারেন।
‘টেস্ট বোলার’ হিসেবে পরিচিতি পেলেও তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা তাইজুল বলেন, ‘এটা খুবই টেকনিক্যাল বিষয় এবং এটা আমার পক্ষে বলে বোঝানো কঠিন। আমাদের দেশের টার্নিং উইকেটে বোলিংয়ে সাইডস্পিন সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। কারণ এটা সোজা যায়, নয়তো পিচে পড়ে কিছুটা বাঁক খায়। কিন্তু যখন আপনি ফ্ল্যাট অথবা ঘাসের উইকেটে খেলবেন তখন স্পিনারদের জন্য টপস্পিন করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে ক্রিজে একজন ব্যাটসম্যানের বুঝতে অসুবিধা হয় কোন বলটা উইকেটের ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে। টপস্পিন মূলত উইকেট থেকে বাউন্স ও ফ্লাইট আদায় করে থাকে।’
তাইজুল বলেন, ‘ভেট্টোরির সাথে কথা হয়েছে আমার এবং তিনি আমাকে বলেছেন, দেশের মাটিতে খেলার জন্য আমি পারফেক্ট। কিন্তু বিদেশের মাটিতে সাফল্য পেতে হলে আমাকে আরো কিছু জিনিস রপ্ত করতে হবে কারণ। সেখানে উইকেট ফ্ল্যাট হয়, নয়তো ঘাসের। এ জন্য আমি আমার বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি এবং চেষ্টা করে যাচ্ছি। পরিবর্তনটা হয়তো খুব সামান্য, কিছুটা অ্যাকশনে কিছুটা বল মাটিতে পিচ খাওয়ানোর ক্ষেত্রে।’


আরো সংবাদ



premium cement