২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অনূর্ধ্ব-১৯ মহিলা দল গঠন করবে বিসিবি

-

মহামারীর মধ্যেও অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল গঠনে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি জাতীয় দল গঠনের পাইপলাইন হিসেবেও থাকবে।
অথচ এই ভাইরাসের কারণেই অনিশ্চিত হয়ে গেছে মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের আয়োজনও। বাংলাদেশের মাটিতে যা আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা
ছিল।
বিসিবি মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, তারা ইতোমধ্যে ৩০ জন খেলোয়াড় বছাই করেছেন। মূলত বয়সভিত্তিক ক্রিকেট
থেকেই তাদের অনূর্ধ্ব-১৯ দলের জন্য বাছাই করা হয়েছে। ‘বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী দল থেকে যাচাই করে তাদের বাছাই করা হয়েছে। এরা আন্তর্জাতিক
ক্রিকেটে সফলতা অর্জন করতে পারবে বলে আমাদের বিশ^াস। প্রস্তুতি প্রায় শেষ করে যখন অনুশীলন শুরুর চিন্তা করছিলাম তখনই হানা দেয় কোভিড-১৯
মহামারী। নিজেদের বাড়িতে গাইডলাইন মেনে তাদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।’
নির্ধারিত সূচিতে মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নাদেল। ‘নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে বলে আমি মনে করি
না। তবে বিশ^কাপ আয়োজিত না হলেও অনূর্ধ্ব-১৯ মহিলা দল গঠন বাধাগ্রস্ত হবে না। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এই দল যথেষ্ট ভূমিকা রাখবে।
পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা অনুশীলন শুরু করবে। অনুশীলনের জন্য আমরা ইতোমধ্যে একটি গাইডলাইন তৈরি করেছি।’

 

 


আরো সংবাদ



premium cement