০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


করোনার ভয়ে ইংল্যান্ড যাবেন না উইন্ডিজের তিন খেলোয়াড়

-

করোনাভাইরাসের কারণে আসন্ন ইংল্যান্ড সফরে যাবে না ওয়েস্ট ইন্ডিজের তিন খেলোয়াড়। কারা যাবেন না, তাদের নাম জানায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে সফরের জন্য কোনো খেলোয়াড়কে জোর করা হবে না বলে জানিয়েছে বোর্ড।
গত মার্চ থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গন স্থগিত। তবে মাঠে ক্রিকেট ফেরার পরিকল্পনা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইসিবি। সফরে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই টেস্ট সিরিজের সূচিও প্রকাশ করেছে ইসিবি। ৮ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট।
কিন্তু এর মধ্যেই ইংল্যান্ড সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন খেলোয়াড়। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘করোনাভাইরাসে ভীত হয়ে কেউ সফরে যেতে না চাইলে তাকে জোর করা হবে না।’
৮ জুলাই সাউদাম্পটনের এজেস বউল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দু’টি টেস্ট হবে ১৬ ও ২৪ জুলাই। দু’টি টেস্টই হবে যথাক্রমে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। টেস্ট সিরিজ হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে। ৯ জুন ইংল্যান্ডে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওল্ড ট্রাফোর্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবিয়ানরা। কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। এরপর সাউদাম্পটন যাবে প্রথম টেস্ট খেলতে।


আরো সংবাদ



premium cement
`দ্বীন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে' মির্জাগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল খাগড়াছড়ির ৪ উপজেলায় নির্বাচন বুধবার, হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট দেশের সামগ্রিক অর্থনীতিতে চারটি ঘাটতি রয়েছে : ড. দেবপ্রিয় বাল্টিক অঞ্চলের সুরক্ষা মজবুত করছে জার্মানি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরাইল সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল