২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ক্রিকেটারদের ৫ লাখ ডলার মেরে দিয়েছে বোর্ড

-

বিভিন্ন সমস্যায় জর্জরিত উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির কিংবদন্তি পেসার মাইক হোল্ডিং। ৬ বছর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঁচ লাখ মার্কিন ডলার অনুদান দেয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। তার অভিযোগ, বোর্ডের কর্মকর্তারা এই টাকাটা ক্রিকেটের উন্নয়নে ব্যয় না করে পুরোটাই মেরে দিয়েছে।
একটি ইউটিউব শোতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্ট তুলে ধরে হোল্ডিং নানা দুর্নীতির অভিযোগ আনেন। ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের এই পেসার জানতে চেয়েছেন, ‘২০১৩-১৪ মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঁচ লাখ ডলার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অনুদান হিসেবে দেয়া হয়েছিল, যা বোর্ডের খরচ করার কথা ছিল সাবেক ক্রিকেটারদের পিছনে। কিন্তু সেটা কি হয়েছে?’
তিনি আরো বলেন, ‘আমি নিজে একজন সাবেক ক্রিকেটার। আমি অনেক সাবেক ক্রিকেটারকে জানি, যারা ওই পাঁচ লাখ ডলারের থেকে একটা পয়সা পায়নি। তাহলে ওই পাঁচ লাখ ডলার কোথায় গেল? ’

 


আরো সংবাদ



premium cement