২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশকে খুব মিস করেন ওয়াসিম

-


করোনার কারণে ক্রিকেট ম্যাচ বন্ধ থাকায় গত কিছু দিন ধরে দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডা আয়োজন করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক। এর আগে তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান। তাদের সাথে বিশেষ অতিথি হয়ে আসেন পাকিস্তানের সাবেক লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তারও আগে তামিমের আমন্ত্রণে লাইভ শো প্রাণবন্ত করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও ফাফ ডু প্লেসিস।
ওয়াসিম আকরাম বরাবরই বাংলাদেশ ক্রিকেটের সমর্থক। আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নুদের সময় থেকেই বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিয়ে আসছেন পাকিস্তানি পেস কিংবদন্তি। গত মঙ্গলবার রাতে তামিমের আড্ডায় ওয়াসিম আকরাম বলেছেন, ‘আবাহনীর হয়ে খেলতে যখন বাংলাদেশে যাই, তখন এ তিনজনের সাথে অনেক খেলেছি। কখনো তাদের বিপক্ষে খেলেছি, আবার কখনো একই দলে। ধারাভাষ্য দিতে অনেকবার বাংলাদেশে গিয়েছি। আমার অনেক বন্ধু আছে বাংলাদেশের। সবকিছু আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে আছে।’
বাংলাদেশের খেলা নিয়ে তিনি আরো বলেন, ‘গত এক দশকে টাইগারদের ক্রমাগত উন্নতির ধারা খেয়াল করেছি। বিশেষ করে নব্বইয়ের দশকে বাংলাদেশের ফিল্ডিং ততটা ভালো ছিল না, এখন হয়েছে বিশ্বমানের। বাংলাদেশের ক্রিকেট গত ১০-১২ বছর যে অভাবনীয় উন্নতি করেছে এটা দেখা আমার জন্য খুব গর্বের। তামিম, সাকিব, মোস্তাফিজ, মুশফিকের মতো খেলোয়াড় উঠে এসেছে, দেখতে ভালো লাগে।’
ফাস্ট বোলার নিয়ে ওয়াসিম বলেন, ‘একজন ভালো ফাস্ট বোলার হতে হলে তাকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। তাই বলে টি-২০ ম্যাচ বেশি খেললে হবে না। এটা ক্রিকেটের শর্ট ফরম্যাট টাকা আয়ের বড় পথ, মানুষকে আনন্দ দেয়, খেলাটা সহজ। বিশ্বের মধ্যে একজন ভালো ফাস্ট বোলার হতে হলে আমি বলব, ১৬ বছর বয়স থেকেই বেশি বেশি দুই দিনের ম্যাচ, তিন দিনের ম্যাচ খেলতে হবে।’

 


আরো সংবাদ



premium cement