২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সেঞ্চুরির সাথে মিল রেখে গাভাস্কারের অনুদান

-

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার হাত বাড়ালেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ডান হাতি এই ওপেনার কোভিড-১৯ ত্রাণ তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গাভাস্কার যে ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা করেছেন, তা তিনি নিজে জানাননি। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক অমল মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তা নিশ্চিত করেছেন। তিনি টুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাভাস্কার ৩৫ লাখ ও মহারাষ্ট্র রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২৪ লাখ রুপি দিয়েছেন। কিন্তু গাভাস্কার কেন ৫৯ লাখ রুপি দিলেন? এটি জানালেন গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার। তিনি টুইটের জানান, ‘গত সপ্তাহে এই রুপি দেয়া হয়েছে। দেশের হয়ে ৩৫টি শতরান করেছিলেন বলে ৩৫ লাখ রুপি। আর মুম্বাইয়ের হয়ে ২৪ শতরান করেছিলেন বলে ২৪ লাখ রুপি দিয়েছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সবাই যেন নিরাপদে থাকি।’

 


আরো সংবাদ



premium cement