২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ সফর অনিশ্চিত : পেইন

-

‘জুনে বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা যে নেই, এটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না।’ এভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকেট ডটকম ডটএইউকে কথাগুলো বলেছেন, দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন। জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় বাংলাদেশে দু’টি টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে এখন সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়া অধিনায়কের কথার গভীরতায় সেটিই বুঝা যায়। আকারে-ইঙ্গিতে বলেই দিলেন, এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে ২০১৫ সালে স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল অসিদের। কিন্তু সেবার নিরাপত্তার অজুহাতে লাল-সবুজের দেশে আসেনি অস্ট্রেলিয়ানরা। যদিও সে বছরই ফিফা অস্ট্রেলিয়া ফুটবল দলকে বাধ্য করেছিল বাংলাদেশে এসে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে। এবার অবশ্য শুধু দ্বিপক্ষীয় কোনো সিরিজ নয়, দু’টি টেস্টই ছিল আইসিসির চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস।
এপ্রিলের শুরুতে পাকিস্তানে তৃতীয় দফার সফরে সিরিজের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু মহামারী করোনাভাইরাসের প্রভাবে সব ক্রীড়া ইভেন্টের মতো এই ম্যাচগুলোও স্থগিত হয়ে যায়।
দুই টেস্টের প্রথম ম্যাচে ১১ জুন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথ ছিল দুই দলের। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হওয়ার কথা ১৯ জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে মেতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) মধ্যে সমঝোতার মাধ্যমে ২১ মার্চ তা স্থগিত বরা হয়।
কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে এখনো মাস দুয়েক বাকি। এ দিকে করোনারও কোনো গতি না বুঝে অসি অধিনায়ক টিম পেইন বলেই ফেললেন, ‘জুনে বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা যে নেই, এটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না।’
তবে সিরিজটা বাতিল হচ্ছে নাকি পেছানো হবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন তিনি। টেস্ট অধিনায়ক বলেন, ‘এটা বাতিল হচ্ছে নাকি পেছানো হবে, সেটা এই মুহূর্তে নিশ্চিত নই। তবে এটা কয়েকটা টেস্ট ম্যাচ মাত্র, দিন শেষে যদি তা মিস করতেই হয়, তাহলে সেটাই হোক।’
তবে আক্ষেপের সুর থাকছে পেইনের। কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপে ২৯৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশে বিপক্ষে ২-০ জিততে পারলে ৩৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা ভারতকে টপকানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। পেইন বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট জিততে পারলে ১২০ পয়েন্ট যোগ হতো আমাদের। ফলে আমাদের দল ভারতকে টপকানোর সুযোগ ছিল। তবে গ্রীষ্মে বোর্ডার-গাভস্কার সিরিজ রয়েছে সেখানেই কাজটি করতে চাই।’
তবে জুনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্যে কী রয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। কারণ, ভাগ্য নির্ধারণ করার জন্য আলোচনায় বসতে হবে সিএ ও বিসিবিকে। এর সাথে যুক্ত পারে আইসিসিও। কারণ, সিরিজটি ছিল ২০১৯-২০২১ টেস্ট চাম্পিয়নিশিপের প্রথম পর্বের আওতাধীন ম্যাচ।
করোনার কারণে বেতন কাটা যেতে পারে টিম পেইনদেরও। এজন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে বিলম্ব করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম জানালেন, তারাও তৈরি এমন কিছুর জন্য, ‘অবশ্যই এ ধরনের কিছু একটা করতে আলোচনা হয়তো আগামী সপ্তাহে শুরু হবে। তাই স্বাভাবিকভাবেই আমাদের তালিকা ঘোষণায় দেরি করতে পারেন। ফুটবল ও বাকি খেলাগুলোর মতো আমাদেরও যদি এমনটি করতে হয়। তাহলে অবশ্যই আমরা তা করব। যেন এই খেলাটি বেঁচে থাকে, আসন্ন বছরগুলো সঠিক অবস্থায় থাকে।’

 


আরো সংবাদ



premium cement