০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফরাশগঞ্জে মিঠুন

-

পিছিয়ে যাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জুনে শুরু হওয়ার কথা। অবশ্য তা করোনা পরিস্থিতির ওপর নির্ভরশীল। অবশ্য এরই মধ্যে দল গঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে কিছু ক্লাব। অন্যবারের মতো এবারো চ্যাম্পিয়নশিপ লিগে দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক ফুটবলারদের। এবার এই তালিকায় যোগ হতে যাচ্ছেন মিঠুন চৌধুরী। এর আগে বাংলাদেশ দলে খেলা মনোয়ার হোসেন, রোকনুজ্জামান কাঞ্চন, সৈয়দ রাসেল তূর্য্য খেলেছিলেন বিসিএল-এ। গত দুই বছর মোহামেডানের কাটানো স্ট্রাইকার মিঠুন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো ক্লাব পাননি। তবে বিসিএল-এ তার খেলা হচ্ছে। তাকে দলে ভিড়িয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দলটি আবার ফিরতে চায় প্রিমিয়ারে। ৯০ লাখ টাকার বাজেট করেছে। মিঠুন চৌধুরীই হতে যাচ্ছেন দলের সর্বোচ্চ পারিশ্রমিকধারী ফুটবলার। এ ছাড়া মিডফিল্ডার রাজন মিয়াকেও দলে টেনেছে বুড়িগঙ্গা পাড়ের দলটি। ক্লাব কর্মকর্তা মানষ বোস বাবু রাম জানালেন, এই দুই ফুটবলার ছাড়াও সৈকত ভৌমিকসহ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কয়েক ফুটবলারকে নেয়া হয়েছে। কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মহিদুর রহমান মিরাজকে।
ফরাশগঞ্জ ছাড়া ফর্টিস অ্যাকাডেমিও এবার বেশ ভালো দল বানাচ্ছে। তাদের ব্রিটিশ কোচ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে ফুটবলার বাছাই করেছেন। সাথে তাদের অ্যাকাডেমির নিজস্ব ফুটবলারও আছেন। ভালো দল গড়েছে নোফেল স্পোর্টিং ক্লাবও।

 


আরো সংবাদ



premium cement