২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডাক পেলেন আসিফ আমির ও ওয়াহাব

-

শোকে মুহ্যমান আসিফ আলী, আবার ফিট হওয়া মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে গতকাল বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল আসিফের ১৮ মাস বয়সী মেয়ে মারা গেছে।
পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক এক সংবাদ সম্মেলনে জানান, আসিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ে নুর ফাতিমার দাফন শেষে দলের সঙ্গে যোগ দেবে আসিফ।
তিনি বলেন, ‘আসিফের দুঃসময়ে আমরা তার পাশে আছি। সে পাকিস্তান ফিরবে এবং তার পর অনুশীলন ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবে।
খারাপ পারফরম্যান্সের কারণে প্রাথমিক দল থেকে পেস তারকা আমিরকে বাদ দেয়া হয়েছিল। তবে জলবসন্তের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ চার ওয়ানডে না খেলা সত্ত্বেও তাকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান রোববার ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চার ওয়ানডের প্রতি ম্যাচে গড়ে পাকিস্তান ৩৫০-এর অধিক রান হজম করায় আরেক বাঁ হাতি পেসার রিয়াজকে দলে ডাকতে বাধ্য হন নির্বাচকেরা।
ইনজামাম জানান, তার অভিজ্ঞতার কারণে রিয়াজকে একটা সুযোগ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ড সিরিজে আমাদের বোলিংয়ে ঘাটতি দেখা গেছে, যে কারণে আমরা রিয়াজকে দলে অন্তর্ভুক্ত করেছি।’
২০১১ ও ২০১৫ দু’টি বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ৩৩ বছর বয়সী রিয়াজ দুই বছর আগে যুক্তরাজ্যে চ্যাম্পিয়ন্স লিগে তার ৭৯ ম্যাচ ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেছেন।
প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন ফাস্ট বোলার জুনাইদ খান, অলাউন্ডার ফাহিম আশরাফ ও ওপেনার আবিদ আলী।
বিশেষ করে জুনাইদ খানের জন্য খবরটি ছিল অনেক বেশি হতাশার। কেননা গত দুই বিশ্বকাপের দলে থাকার পরও খেলার সুযোগ হয়নি তার। জুনাইদ ২০১১ বিশ্বকাপে দলে থেকেও খেলার সুযোগ পাননি এবং ২০১৫ আসরে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন।
রক্তে ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা লেগ স্পিনার শাদাব খান দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তান বিশ্বকাপ দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আসিফ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেসের ওপর নির্ভরশীল), শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।


আরো সংবাদ



premium cement
চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায়

সকল