০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কোয়ার্টারে রেহানা বৃষ্টি

-

মহিলা দ্বৈতে গতকাল আবারো চমক দেখালেন রেহানা খাতুন ও বৃষ্টি খাতুন। প্রথম দিনে এককে অন্যান্য শাটলাররা পাত্তা না পেলেও তিনি ঠিকই জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। গতকালও রেহানা ও বৃষ্টি জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে মরিশাসের জেমিনাহ ও গেনেশা জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। জয়ে উচ্ছ্বসিত রেহানা বলেন, ‘আল্লাহর বিশেষ রহমতের পাশাপাশি রয়েছে আমাদের প্রবল ইচ্ছা। এককে জয়ের পর দ্বৈতেও শুরু থেকে জয়ের আশা ছিল এবং শেষ পর্যন্ত কামিয়াব হয়েছি। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে কোনো বিদেশী জুটিকে হারিয়ে কোয়ার্টারে উঠলাম। পরের ধাপ অত্যন্ত কঠিন। জয়ের কোনো সুযোগ নেই। তবে ইচ্ছে রয়েছে সেরাটুকু দেয়ার।’
পুরুষ এককে গৌরব সিং ২১-১৭, ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের হুসেদ জায়েদ স্বপনকে, সালমান খান ২১-১০, ২১-১০ পয়েন্টে মালদ্বীপের আহমেদ নিবালকে হারিয়ে এবং লালচাঁদ ভারতের বিপক্ষে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে স্বদেশী তুহিনের সাথে জিতে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কিন্তু বিকেলেই হতাশা জুটে গৌরব সিংহের কপালে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার নাইমে আহমেদের কাছে ২১-১৪, ২১-১৬ পয়েন্টে হেরে বিদায় নেন তিনি। এ দিকে আগেই আহসান হাবিব পরশ থাইল্যান্ডের প্রতিযোগী কুলাবুট বিটিসার্নের কাছে, আব্দুল খালেক ইন্দোনেশিয়ার ক্রিস্টান অডিনাটার কাছে, মাঙ্গাল মৈবাম শ্রীলঙ্কার দীনুকারত্বের কাছে পরাজিত হয়ে একক থেকে বিদায় নেন।
প্রথম দিনে চমক দেখানো রেহানা খাতুন মহিলা এককে গতকাল মালয়েশিয়ার লেতসানার কাছে হেরে একক ইভেন্ট থেকে বিদায় নেন। বাংলাদেশের কোনো শাটলার মহিলা একক থেকে প্রি-কোয়ার্টারে কোয়ালিফাই করতে পারেনি।
পুরুষ দ্বৈতে পরশ ও গৌরব সিং জুটি হাড্ডাহাড্ডি লড়াই করে নেপালের দিপেস ও রতœা তামাং জুটির কাছে হেরে যায়। মোয়াজ্জেম ও খালেদ জুটি হেরেছে ভারতের জুটির কাছে। তুষার ও তুহিন জুটি এবং খালেক ও চাঁদলাল জুটি হেরেছে স্বদেশী তানবীর ও এবাদুল জুটির কাছে। পুরুষ দ্বৈতেও বাংলাদেশের কোনো সুযোগ থাকল না। মিশ্র দ্বৈতে বাংলাদেশের শাপলা আক্তার ও রাহাত কবির খালেদ জুটি ২১-১৭ ও ২১-১৯ পয়েন্টে হেরে যান ভারতের ভেঙ্কট গৌরব প্রাসাদ ও জুহি দেওয়ান জুটির কাছে।

 


আরো সংবাদ



premium cement