০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আগুন পোহায়

-


পুকুর পাড়ে ঝোপের ধারে
সন্ধ্যা নেমে এলে
শিশির মাখা পৌষি বিকেল
নাচে পেখম মেলে।

ধোঁয়ার মতো ওড়ে শিশির
সাঁঝের ভাঁজে ভাঁজে
শীতের সাথে রাত হলে পর
কী অপরূপ সাজে!

হুক্কাহুয়া গান করে যায়
শেয়াল ঝাঁকে ঝাঁকে
নেড়ি কুকুর সদলবলে
ঘেউ ঘেউ ঘেউ ডাকে।

ঘর ছেড়ে কেউ হয় না বাহির
শীতের আগল ঠেলে
উঠোন মাঝে আগুন পোহায়
খড়ের উনুন জ্বেলে।


আরো সংবাদ



premium cement