০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দিনাজপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিনাজপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। - প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাহমিদ দিনাজপুরের খানসামা উপজেলার সলসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক বিভূতিভূষণ রায় ব্রতি জানান, দিনাজপুরের খানসামা উপজেলা থেকে মা-বাবার সাথে মোটরসাইকেলে করে নবাবগঞ্জের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরি যাওয়ার সময় সড়কের পাশের বালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শিশু সন্তান তাহমিদ। এ সময় স্বপ্নপুরিগামী একটি পিকনিক বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানান, বাসটি জব্দ করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র হেফাজতে রাখা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement